ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গিডিওন সার জানান, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার ডব্রিন্ডের সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হয়েছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়টি উঠে এসেছে।
গিডিওন সার লিখেছেন, জার্মানি দীর্ঘদিন ধরেই এই অবস্থানে রয়েছে এবং বর্তমানে বিষয়টির গুরুত্ব সবার কাছেই স্পষ্ট হয়ে উঠেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ একাধিক দেশ ইতোমধ্যে ইরানের রেভোলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
ইরানের রেভ্যুলেশনারি গার্ড দেশটির একটি অত্যন্ত প্রভাবশালী সশস্ত্র বাহিনী, যার সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সরাসরি সম্পর্ক রয়েছে। এই বাহিনীর প্রধান দায়িত্ব হলো ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আদর্শ ও ঐতিহ্য রক্ষা করা এবং দেশের ইসলামিক শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা।
ইরানে ইসলামিক বিপ্লবের অব্যবহিত পরেই আইআরজিসি গঠন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই বাহিনী ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তাদের নিজস্ব স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী রয়েছে।
এ ছাড়া রেভ্যুলেশনারি গার্ডসের অধীনে বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স নামে একটি বিশাল স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনীও পরিচালিত হয়, যেখানে হাজার হাজার সদস্য রয়েছে।