হোম > বিশ্ব

পুরোনো যুদ্ধ থামেনি, নতুন যুদ্ধ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

২০২৫ সালকে কেউ যদি যুদ্ধের বছর বলে, তাহলে তা খুব বেশি বাড়িয়ে বলা হবে না। পুরো বছরই সারা বিশ্বের কোথাও না কোথাও সংঘাত লেগেই ছিল। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার জেরে ৬ মে রাতে পাকিস্তানে বিমান ও মিসাইল হামলা শুরু করে ভারত। ‘অপারেশন সিঁদুর’ অভিযানের নামে পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাবে প্রচণ্ড হামলা শুরু করে নয়াদিল্লি। হামলা প্রতিহত করতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে অভিযানের ঘোষণা দেয় ইসলামাবাদ। চারদিনের যুদ্ধে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। অবশ্য ভারতের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি। চারদিনের যুদ্ধের পর ১০ মে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তার মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচিকে ‘পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্প’ হিসেবে নিয়মিতই জাতিসংঘের মঞ্চে প্রোপাগান্ডা চালিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২০২৫ সালের ১৩ জুন ইসরাইলি সামরিক বাহিনী ইরানে আকস্মিক হামলা শুরু করে। তেল আবিবের হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মুহাম্মদ বাকেরি ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামিসহ ২০ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। একইসঙ্গে দেশটির ৯ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরাইল। ‘অপারেশন রাইজিং সান’ নামের এ আগ্রাসনের মাধ্যমে ইরানের সামরিক-বেসামরিক সব ধরনের স্থাপনাতেই হামলা চালায় তেল আবিব।

ইসরাইলি আগ্রাসনের জবাবে ইরানের পক্ষ থেকে ‘ওয়াদায়ে সাদেক-৩’ অভিযান শুরু করা হয়।

২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা করা হয়, দুই দেশ যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছে। ২৪ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়।

পূর্ব ইউরোপে ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া সংঘাতের তিন বছর পেরিয়েছে। সংঘাত বন্ধের জন্য গত বছর পুরো সময়টাই মধ্যস্তা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

যুদ্ধের আগুন থেকে বাইরে থাকেনি দক্ষিণ-পূর্ব এশিয়াও। দীর্ঘদিন থেকেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিবাদ চলে আসছে। এর জেরে ২০২৫ সালের জুলাই ও ডিসেম্বরে দুই দফা দেশ দুটির মধ্যে সংঘর্ষ হয়। প্রথম দফায় ২৪ জুলাই থেকে ২৮ জুলাই এবং দ্বিতীয় দফায় ৮ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর।

এছাড়াও আফ্রিকার সুদানে গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। লেবানন ও সিরিয়াও ইসরাইল হামলা চালিয়েছে। সীমান্ত সংঘর্ষ হয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রও যেন হামলার ছক কষছে। নতুন বছরে সারাবিশ্বের আরো ভিন্ন ভিন্ন স্থানে যুদ্ধের সম্ভাবনা রয়েছে।

পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়নি ইউক্রেন: মার্কিন প্রতিবেদন

ভিসা ছাড়াই তুরস্ক ভ্রমণ করবে চীনারা

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে যাচ্ছেন ট্রাম্প

চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার তাইওয়ানের প্রেসিডেন্টের

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত ৪০

আমরা চুপ করে থাকবো না, ফিলিস্তিনকে ভুলবো না

খালেদা জিয়ার মৃত্যু: হাইকমিশনের শোক বইয়ে যা লিখলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

যে কারণে ইসরাইলের নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়াকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা