হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান

আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, “গত চার বছরে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষেই হাজারো মানুষ নিহত হয়েছে। সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে আমরা কাজ করছি।”

তিনি গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নিজের বৈঠকের কথা স্মরণ করে বলেন, “আমরা কাল পুতিনের সঙ্গেও কথা বলব। আগামীকালের আলোচনায় আমরা পুতিন সাহেবের কাছে শস্য করিডোর বিষয়টিও আবার উত্থাপন করব।”

জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে এরদোয়ান চলমান গাজা সংকটে দক্ষিণ আফ্রিকার অবস্থানকে বিশেষভাবে প্রশংসা করেন।

তিনি বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা যে সাহসিকতা দেখিয়েছে, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই।”

তিনি আরও জানান, তুরস্ক এই গতি ধরে রাখতে চায় এবং গাজা সংকটে তার সমর্থন অব্যাহত রাখবে।

এরদোয়ান বলেন, “ফিলিস্তিন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার সমর্থনকে আমি অমূল্য মনে করি। পুরো বিশ্বের সামনে গাজায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, আর আমাদের দক্ষিণ আফ্রিকান বন্ধুদেরা সেই নৃশংসতা থেকে মুখ ফিরিয়ে নেননি।”

এসআর

যুদ্ধবিমান রপ্তানি, শুরুতেই স্বপ্নভঙ্গ ভারতের

ভারতে ৮৩% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু

ভারতের তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৮

পাবলিক চার্জিং: ৫ জনের ৪ জনই সাইবার আক্রমণের ঝুঁকিতে

খামেনিকে ঘিরে ফের চক্রান্ত, ইরানি গোয়েন্দা সংস্থার সতর্কতা

১৯৩৯ সালের মূল সুপারম্যান কমিক নিলামে রেকর্ড দামে বিক্রি

‘ইউক্রেনের সার্বভৌমত্বকে ‘সম্পূর্ণভাবে রক্ষা’ করতে হবে’

দক্ষিণ কোরিয়া ও তুরস্ক রক্তের বন্ধনে আবদ্ধ জাতি: লি

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের সমালোচনা সুদানের শীর্ষ জেনারেলের

হিজবুল্লাহর সামরিক নেতা হত্যা, ইসরাইলের তীব্র নিন্দায় ইরান