ইসরাইলি পুলিশের সহায়তায় দখলকৃত আল আকসা মসজিদ চত্বরে ভাঙচুর চালিয়েছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমি দখল করে বাস করছে ইসরাইলিরা। সোমবার এক প্রতিবেদনে একথা জানায় আল জাজিরা।
মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ ডানপন্থী ইসরাইলি রাজনীতিবিদ এবং বসতি স্থাপনকারীদের নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এরা প্রায় প্রতিদিনই মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় এবং ইসরাইলি বাহিনীর সুরক্ষায় তাদের নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে।
ইহুদি এবং অন্যান্য অমুসলিমদের নির্দিষ্ট সময়ের মধ্যে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয় দখলদার ইসরাইল। তবে তাদের সেখানে প্রার্থনা বা ধর্মীয় প্রতীক প্রদর্শনের অনুমতি নেই।
এরআগে ২৫ জুন দুই শতাধিক ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী আল আকসা প্রাঙ্গনে ভাঙচুর চালায়। তাদের নিরাপত্তা দেয় ইসরাইলি বাহিনী।
ইসরাইলি বাহিনীর সহায়তায় ইহুদিরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। ২০২৩ সাল থেকে অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরাইল।
আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা একে টেম্পল মাউন্ট বলে। তাদের দাবি এটি প্রাচীনকালে ইহুদি মন্দিরের স্থান ছিল।
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ১৯৮০ সালে পুরো শহরটি নিজেদের দখলে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।