মাদক চোরাচালানের অভিযোগ
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আবারো মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। কয়েকদিন আগে এই অঞ্চলে তিনটি জাহাজে হামলায় ১৪ জন নিহত হয়। খবর আল জাজিরার।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার রাতে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, মাদক চোরাকারবারীদের নৌযানে হামলা চালানো হয়েছে।
হেগসেথ জানান, মার্কিন বাহিনীর হামলায় চারজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন। তিনি হামলার সঠিক স্থানের কথা উল্লেখ করেননি। তবে জানিয়েছেন, এই অভিযান পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হয়েছে।
সমালোচকরা এ ধরনের হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
ট্রাম্প যখন এশিয়ার তিন দেশের সফরের শেষ পর্যায়ে ছিলেন, তখন এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার, ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন। এরআগে ট্রাম্প মালয়েশিয়া এবং জাপান সফর করেন।
এরআগে গত সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় ১৪ জন নিহত হয়।
আরএ