হোম > বিশ্ব

ওমানে ব্যক্তিগত আয়কর চালুর সিদ্ধান্ত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ওমান সরকার ২০২৮ সাল থেকে উচ্চ আয়ের নাগরিকদের ওপর ব্যক্তিগত আয়কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। রাজকীয় ডিক্রি নম্বর ৫৬/২০২৫ অনুযায়ী, এই নতুন করব্যবস্থা কার্যকর হবে। রাষ্ট্র পরিচালিত ওমান নিউজ এজেন্সি (ওএনএ) জানিয়েছে, এই আইনটি মোট ১৬টি অধ্যায়ে বিভক্ত এবং এতে রয়েছে ৭৬টি অনুচ্ছেদ।

নতুন আইনের আওতায় ৪২,০০০ ওমানি রিয়াল (প্রায় ১.২০ কোটি টাকা) বা তার বেশি বার্ষিক আয়কারীদের আয়ের ওপর ৫ শতাংশ হারে কর আরোপ করা হবে। কর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ওমান ভিশন ২০৪০ অনুসারে দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং তেলনির্ভরতা কমিয়ে বিকল্প রাজস্ব উৎস তৈরি করা।

তেলবহির্ভূত রাজস্বে জোর: ওএনএ জানিয়েছে, নতুন এই আইন তেলবহির্ভূত রাজস্বের অনুপাতে বড় ধরনের পরিবর্তন আনবে। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জিডিপির ১৫ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ১৮ শতাংশ তেলবহির্ভূত রাজস্ব অর্জন করা। এই করব্যবস্থার মাধ্যমে সম্পদের পুনর্বণ্টন, সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাও সরকারের উদ্দেশ্য।

কর্তৃপক্ষ বলেছে, নতুন কর ব্যবস্থা বাস্তবায়নের আগে একটি বিস্তৃত অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মূল্যায়ন করা হয়েছে। এই মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত হয়েছে একটি উচ্চ ছাড়ের সীমা, যাতে ওমানের প্রায় ৯৯ শতাংশ নাগরিক করের আওতার বাইরে থাকবেন।

কর ছাড় ও কাটছাঁটের সুযোগ: ৫ শতাংশ কর কেবলমাত্র নির্ধারিত আয়ের সীমা ছাড়িয়ে যাওয়া নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। তবে কর কাঠামোতে থাকবে বিভিন্ন প্রকার ছাড় ও কর্তনের বিধান, যার মধ্যে রয়েছে— শিক্ষা ব্যয়, স্বাস্থ্যসেবা, যাকাত ও দান, উত্তরাধিকার সংক্রান্ত খরচ ও প্রাথমিক আবাসনের ব্যয়।

বাস্তবায়নের প্রস্তুতি: ব্যক্তিগত আয়কর প্রকল্পের পরিচালক করিমা মুবারক আল সাদি জানান, ‘কর ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’

সূত্র: গালফ বিজনেস

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা