হোম > বিশ্ব

ইউক্রেনের তিন গ্রাম দখল করলো রাশিয়া

আমার দেশ অনলাইন

রাশিয়া সোমবার বলেছে যে, ইউক্রেন যুদ্ধ জিততে পারবে এমন ভাবনাই ভুল ধারণা। একই সময়ে, রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে যে, তারা সমগ্র সামরিক ফ্রন্টে আরও তিনটি গ্রাম দখল করেছে।

রাশিয়া তার জনবল ও সামরিক সরঞ্জামে সুবিধা নেয়ার চেষ্টা করছে, তবে ভূখণ্ড দখল ধীরে ধীরে এবং ব্যয়সাপেক্ষে হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় চার বছর পরে দুই পক্ষই ব্যাপকভাবে নিরাপদ স্থাপনায় অবস্থান করছে।

“ইউরোপের দেশগুলো বিশ্বাস করছে যে ইউক্রেন যুদ্ধ জিতে নিজের স্বার্থ অর্জন করতে পারবে,” ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন। তিনি বলেন, “কিয়েভের শাসন ব্যবস্থার মধ্যে এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। সামরিক ফ্রন্টের পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ইঙ্গিত করছে।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে, তারা ইউক্রেনের জাপোরিজজিয়া অঞ্চলের স্লোদকিয়ে ও নোভে গ্রাম এবং দোনেৎস্ক অঞ্চলের গনাতিভকা গ্রাম দখল করেছে।

পেসকভ আরও বলেন, যুদ্ধ কেবল তখনই শেষ হবে “যখন রাশিয়া শুরুতেই নির্ধারিত লক্ষ্য অর্জন করবে।”

মস্কো দাবি করছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান ভাষাভাষী জনগণকে রক্ষা করতে, NATO-এর পূর্বে সম্প্রসারণ ঠেকাতে এবং দেশ থেকে “নেও-নাজিদের” অপসারণে লড়াই করছে। কিন্তু কিয়েভ ও পশ্চিমা দেশগুলো এই যুক্তিগুলো ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

কিয়েভের পক্ষের মতে, এই সংঘাত যা বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের রূপ নিয়েছে, আসলে রাশিয়ার সাম্রাজ্যবাদী ভূখণ্ড দখলের চেষ্টা ছাড়া কিছু নয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
মস্কো কোনো ধরনের যুদ্ধবিরতি বা দাবি প্রত্যাহারের প্রস্তাবে রাজি হয়নি। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তারা কেবল তখনই আক্রমণ থামার বিষয়টি আলোচনায় আনবে, যদি ইউক্রেন পূর্ব ডোনবাস থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং পশ্চিমা সামরিক সমর্থন প্রত্যাখ্যান করে।

কিয়েভের পক্ষের মতে, এই শর্তগুলো “গৃহপরাজয়” সমতুল্য এবং মেনে নেওয়া হলে আরও বড় রাশিয়া আক্রমণের জন্য তারা অসুরক্ষিত হয়ে পড়বে।

পেসকভ জানিয়েছেন, রাশিয়ারই সামরিক ফ্রন্টে প্রাথমিক উদ্যোগ রয়েছে এবং তারা থামবে না।

এএফপি/এসআর

দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই-উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ট্রাম্প বিতর্কে ক্ষমা চাইতে পারে বিবিসি

দক্ষিণ কোরিয়া উপকূলে চীনা নৌকাডুবি, নিখোঁজ ৯

নাইজেরিয়ায় ‘জিহাদী গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ২০০

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবে ১৩ রোহিঙ্গা নিহত

আফগান-পাকিস্তান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ সফরে যাচ্ছে তুরস্কের মন্ত্রীরা

বিরোধীদের আপত্তির মধ্যেই ২৭তম সংশোধনী বিল উপস্থাপন

আল-শারার মাধ্যমে সিরিয়ার কূটনীতি নতুন পর্বে

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরে চলছে ভোট