যুক্তরাষ্ট্রের পর কানাডায় শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। বিশেষ করে অবৈধ ভারতীয় কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে অভিযান পরিচালনা করছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এ অভিযানকে বলা হচ্ছে গত কয়েক বছরের মধ্যে কানাডায় সবচেয়ে ব্যাপক ও বিস্তৃত অভিযানগুলোর একটি।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি জানিয়েছে, আগস্ট মাসে শুরু হওয়া এই অভিযানে ক্যালগারি শহরের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা থেকে শুরু করে টরন্টো ও ভ্যাংকুভারের রেস্তোরাঁ, খামারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকে কয়েক ডজন ভারতীয় নাগরিককে আটক বা দেশ ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। এসব স্থানে মূলত সাবেক শিক্ষার্থী বা অস্থায়ী কর্মী রয়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কাজ করতেন।
১৫ অক্টোবর ক্যালগারির একটি নির্মাণ স্থানে অভিযান চালিয়ে চারজন অবৈধ কর্মীকে আটক করা হয়, যাদের মধ্যে তিনজনই ভারতীয় নাগরিক। আটকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অভিবাসন কৃর্তপক্ষ।
একইভাবে সেপ্টেম্বরে টরন্টোর পিল অঞ্চলে অভিযান চালিয়ে ৫০ জনেরও বেশি ভারতীয় কর্মীকে শনাক্ত করা হয়েছে, যাদের বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা, যারা তাদের ছাত্র ভিসার মেয়াদ শেষ হওয়ার পর বৈধ পারমিট ছাড়াই নিযুক্ত ছিলেন। অবৈধ অভিবাসীদের নিয়োগকারী নিয়োগকর্তাদের মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে, যার প্রতিটি লংঘনের জন্য ৫০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে তাদের।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি সম্প্রতি অবৈধ অভিবাসীদের শনাক্ত করার জন্য এক হাজার অতিরিক্ত কর্মকর্তা মোতায়েন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহারের ঘোষণা দিয়েছে।