হোম > বিশ্ব

বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়

জাতিসংঘের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

নারী হত্যার বিরুদ্ধে বৈশ্বিক অগ্রগতির স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বের কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে নিহত হয়েছেন। এই তথ্য এসেছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং জাতিসংঘ নারী সংস্থার (ইউএন উমেন) যৌথ প্রতিবেদনে, যা আন্তর্জাতিক নারী সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে প্রকাশ করা হয়। খবর—এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর প্রায় ৫০ হাজার নারী ও কিশোরী তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছেন। ১১৭টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিদিন গড়ে ১৩৭ জন এবং প্রতি ১০ মিনিটে একজন নারী এ ধরনের সহিংসতার শিকার হন। সংস্থাগুলো বলছে, এই সংখ্যাটি ২০২৩ সালের তুলনায় সামান্য কম হলেও এটি বাস্তব অগ্রগতির প্রতিফলন নয়; বরং বিভিন্ন দেশের তথ্য সংগ্রহে তারতম্যের কারণে এমন পার্থক্য দেখা গেছে।

বলা হয়েছে, বিশ্বব্যাপী নিহত নারীদের ৬০ শতাংশই ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারান, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ। অর্থাৎ, নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠছে তাদের নিজেদের ঘর।

এতে আরও উল্লেখ করা হয়েছে, পৃথিবীর কোনো অঞ্চলই নারীহত্যার সমস্যা থেকে মুক্ত নয়। তবে ২০২৪ সালে আফ্রিকা অঞ্চলে সর্বোচ্চ প্রায় ২২ হাজার নারী হত্যার ঘটনা ঘটেছে।

জাতিসংঘ নারী সংস্থার নীতি বিভাগের পরিচালক সারাহ হেন্ড্রিক্স বলেন, নারী হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নিয়ন্ত্রণমূলক আচরণ, ভয়ভীতি, হয়রানি—অনলাইন-অফলাইন উভয় ক্ষেত্রেই—এসব ধারাবাহিক সহিংসতার অংশ হিসেবে ঘটে।

তিনি আরও জানান, প্রযুক্তির অপব্যবহারের ফলে নারীর প্রতি নতুন ধরনের সহিংসতা বাড়ছে—যেমন অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি প্রকাশ, ব্যক্তিগত তথ্য ফাঁস (ডক্সিং) এবং ডিপফেক ভিডিও তৈরি করা।

হেন্ড্রিক্সের মতে, এমন আইন ও নীতি প্রণয়ন জরুরি, যা অনলাইন ও অফলাইনে নারীর প্রতি সহিংসতার বহুমাত্রিক রূপকে স্বীকৃতি দিয়ে অপরাধীদের প্রাথমিক পর্যায়েই জবাবদিহির আওতায় আনতে সক্ষম হয়।

এসআর

চৌধুরী মঈনুদ্দিনের কাছে ব্রিটিশ সরকারের ক্ষমাপ্রার্থনা, বিপুল অর্থ ক্ষতিপূরণ

দক্ষিণ সুদানে খাদ্য সহায়তাবাহী কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৩

আফগানিস্তানে হামলার অভিযোগ অস্বীকার করল পাকিস্তান সেনাবাহিনী

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত ১৩

বয়ঃসন্ধিকালের ব্যাপ্তি এখন ৩০ বছর পর্যন্ত!

আবুধাবিতে ইউক্রেনের বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র–রাশিয়া

কিয়েভে রুশ হামলায় নিহত ৬, ইউক্রেনের পাল্টা আক্রমণ

ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইরানে ধর্ষণের দায়ে দোষী ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ভারত সফর ফের বাতিল