হোম > বিশ্ব

কানাডার ওপর আরো ১০ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

কানাডার আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার করে কানাডায় প্রচারিত ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপনকে ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। এরপরেই কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আল জাজিরার।

ওই বিজ্ঞাপনের জেরে ট্রাম্প কানাডার সঙ্গে সকল বাণিজ্য আলোচনা বাতিল করেন। এর দুই দিন পর শনিবার শুল্ক আরোপের এই ঘোষণা এলো।

শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগেই এটি সরিয়ে না ফেলায় কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।

এয়ার ফোর্স ওয়ানে মালয়েশিয়ায় যাওয়ার পথে তার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তাদের বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে ফেলার কথা ছিল, কিন্তু ভুয়া জানা সত্ত্বেও গত রাতে ওয়ার্ল্ড সিরিজের সময় তারা এটা প্রচার করে।’

তিনি অভিযোগ করেন, কানাডা বিজ্ঞাপনটি সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি আরো লেখেন, ‘তাদের তথ্যের গুরুতর ভুল উপস্থাপনা এবং বৈরি আচরণের কারণে, আমি কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।’

এর আগে গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এর পরদিন অন্টারিওর প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলবেন।

তিনি দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার পর ওই সিদ্ধান্তের কথা জানান ‘যাতে বাণিজ্য আলোচনা শুরু হতে পারে’।

ডগ ফোর্ড অবশ্য বলেছেন, বিজ্ঞাপনটি সাপ্তাহিক ছুটির সময়ে, এমনকি ওয়ার্ল্ড সিরিজ গেমসের সময়েও চলবে। গেমসে টরন্টো ব্লু জেইস খেলবে লস এঞ্জেলস ডজারসের বিরুদ্ধে।

জি-৭ দেশগুলোর মধ্যে একমাত্র কানাডাই এখনো যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া কয়েকটি খাতের কানাডীয় পণ্যের ওপর সুনির্দিষ্ট শুল্কও চাপিয়েছেন ট্রাম্প।

এর মধ্যে ৫০ শতাংশ ইস্পাত ও ২৫ শতাংশ শুল্ক আরোপ হয়েছে অটোমোবাইলেও ওপর।

আরএ

অস্ত্র সমর্পণে যে শর্ত দিলো হামাস

যুক্তরাষ্ট্রের গোপন অভিযান মোকাবেলায় সামরিক মহড়া ভেনেজুয়েলার

সেনাবাহিনীকে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরাইলের

গাজার আকাশে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন

‘ইসলামোফোবিয়ার’ বিরুদ্ধে ‍শক্ত অবস্থান মামদানির

মালয়েশিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

মালয়েশিয়ায় বিমানবন্দরে নাচলেন ট্রাম্প

ফিলিস্তিন-ইসরাইলের মাঝে খ্রিষ্টান রাষ্ট্র চান ট্রাম্পের সাবেক উপদেষ্টা

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি সই

১৪ বছরের প্রচেষ্টায় আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর