হোম > বিশ্ব

কানাডার কাছে ২৬৮ কোটি ডলারের বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ২.৬৮ বিলিয়ন ডলারের বোমা কানাডার কাছে বিক্রির অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানিয়েছে যে তারা ২.৬৮ বিলিয়ন ডলারের বোমা কানাডার কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বাড়াচ্ছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই অস্ত্র প্যাকেজে থাকবে ৩,৪১৪টি বিএলইউ-১১১ বোমা—যার ওজন ৫০০ পাউন্ড (২২৬ কেজি)—যা স্থলবাহিনীর ঘন বিন্যাসে আঘাত হানতে সক্ষম। এছাড়া ৩,১০৮টি জিবিইউ-৩৯ বোমা থাকবে, যা স্থির লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করার জন্য তৈরি।

প্যাকেজে আরও রয়েছে ৫,০০০-এর বেশি জেডিএএম কিট, যা সাধারণ অপ্রতিভ বোমাকে নির্ভুল নির্দেশিত অস্ত্রে রূপান্তর করতে ব্যবহৃত হয়।

কংগ্রেসে পাঠানো নোটিফিকেশনে পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রি “কানাডার প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। আঞ্চলিক আগ্রাসন মোকাবিলায় সহায়তা করবে, যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে সামঞ্জস্য ধরে রাখবে এবং সামষ্টিক মহাদেশীয় প্রতিরক্ষায় কানাডার অবদানকে শক্তিশালী করবে।”

এই বছরের আগস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন, দেশটি এ বছরই প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ ব্যয়ের ন্যাটো লক্ষ্য পূরণ করবে—সময়ের আগেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভূমিকা—যা ন্যাটোর আওতায় কানাডার দীর্ঘদিনের নিরাপত্তা নিশ্চয়তাকারী—তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। পাশাপাশি আর্কটিকে রাশিয়ার আগ্রাসনের সম্ভাবনাও উদ্বেগের বিষয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার ন্যাটোর সমালোচনা করেছেন, অভিযোগ করেছেন যে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর অত্যধিক নির্ভর করে নিজেদের যথেষ্ট দায়িত্ব পালন করছে না।

ট্রাম্প প্রায়ই কানাডাকে নিয়ে কটাক্ষও করেছেন—বিশেষ করে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার আগে—এমনকি বলেছিলেন, কানাডা যেন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যায়।

তথ্যসূত্র: আলআরাবিয়া

এসআর

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা