হোম > বিশ্ব

চীনা পর্যটক কমলেও উদ্বিগ্ন নন জাপানি ব্যবসায়ীরা

কূটনৈতিক উত্তেজনা

আমার দেশ অনলাইন

কূটনৈতিক উত্তেজনার জেরে বেইজিং থেকে ভ্রমণ সতর্কতা জারির পর জাপানে চীনা পর্যটকের সংখ্যা কমে গেছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও হোটেলে। তবে চীনা পর্যটকদের এই কম উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন জাপানের ব্যবসায়ীরা।

টোকিওর আসাকুসা এলাকার একটি জুয়েলারি দোকানের ব্যবস্থাপক শিনা ইতো এএফপিকে জানান, চীনা ক্রেতা কমে গেলেও স্থানীয়রা এখন বেশি স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে আসছেন, ফলে মোট বিক্রি কমেনি। সাধারণত তার দোকানের অর্ধেক ক্রেতাই চীনা পর্যটক হন।

জাপানের পর্যটন ও খুচরা বাণিজ্যের ওপর চীনা ভ্রমণকারীদের নির্ভরতা উল্লেখযোগ্য। অন্যান্য দেশের পর্যটকদের তুলনায় তারা খাবার, প্রসাধনী ও বিলাসপণ্যে বেশি ব্যয় করেন। এজন্য অনেক হোটেল, ডিপার্টমেন্ট স্টোর ও ফার্মেসিতে মান্দারিনভাষী কর্মী রাখা হয় এবং দোকানজুড়ে চীনা ভাষায় সাইনবোর্ড দেখা যায়।

টোকিওর গিনজা এলাকার জনপ্রিয় উদোন নুডল রেস্তোরাঁর ব্যবস্থাপক ইউকি ইয়ামামোটোও জানান, চীনের ভ্রমণ সতর্কতার পরও তাদের বিক্রিতে তাত্ক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তার মতে, জাপানি গ্রাহকদের নিয়মিত উপস্থিতিই তাদের আস্থার জায়গা।

২০২৫ সালের প্রথম নয় মাসে প্রায় ৭.৫ মিলিয়ন চীনা নাগরিক জাপান ভ্রমণ করেছেন, যা মোট বিদেশি পর্যটকের এক-চতুর্থাংশ। গত বছর ৩৬.৮ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটকের রেকর্ড আগমনের পর অতিরিক্ত পর্যটনের প্রভাব নিয়ে জাপানি সমাজে উদ্বেগ রয়েছে।

চীনা পর্যটকের সাম্প্রতিক হ্রাস সেই উদ্বেগ কিছুটা কমালেও ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বাজারের ভরসা থাকায় তাদের বড় কোনো ক্ষতি হয়নি।

এসআর

ওভাল অফিসে রোনালদোর সঙ্গে ফুটবল খেললেন ট্রাম্প!

নানা সমস্যার পরেও নীতীশ কুমারই কেন ফের মুখ্যমন্ত্রী?

ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তে বসছে আন্তর্জাতিক গণ-ট্রাইব্যুনাল

এবার চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা দিলো সিঙ্গাপুর

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

নাইজেরিয়ায় ২ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আমাকে ফ্যাসিস্ট বললেও সমস্যা নেই, মামদানিকে ট্রাম্প

ভারতে গরুর মাংস খাওয়ায় হত্যা, মামলা প্রত্যাহারে সরকারের চাপ

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল আম্বানির রিলায়েন্স