ছবি: বিবিসি
হোম > বিশ্ব

যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরাইলের হামলায় নিহত ৯৭

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থেমে নেই ইসরাইলি হামলা। গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জন। খবর আল জাজিরার।

গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শুক্রবার গাজায় একই পরিবারের ১১ জন সদস্যকে হত্যা করেছে ইসরাইল। শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জেইতুন পাড়ায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ট্যাঙ্কের শেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী।

গাজা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে জানান, পরিবারটি যখন তাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছিল, তখন ইসরাইলি সেনাবাহিনী তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। নিহতদের মধ্যে সাত শিশু এবং তিনজন নারী ছিলেন।

এছাড়া গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি ‘খুব শান্তিপূর্ণ’ থাকে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।

আরএ

আই লাভ মুহাম্মদ বলায় ভারতে মুসলিমদের ওপর দমন-নিপীড়ন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

গাজায় সফল হলেও কেন ইউক্রেন নিয়ে হিমশিম খাচ্ছেন ট্রাম্প

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

সংবাদবিষয়ক প্রশ্নে অর্ধেক সময়ই ভুল করে এআই

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু

হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি

ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন শুল্ক কমছে

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট