হোম > রাজনীতি

তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিলের সদস্য মীর আরশাদুল হক সব দায়িত্ব থেকে পদত্যাগ করে দল থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

আরশাদুল জানান, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মুহূর্তটি তার ঘোষণার জন্য বিশেষ প্রেরণা জোগাচ্ছে। তিনি বলেন, গত ১০ মাসের অভিজ্ঞতায় এনসিপি ও দলের নেতারা দলকে প্রতিষ্ঠার সময়কালের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এবং তিনি এই ভুল পথে চলতে পারেন না।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে দেশের মানুষের স্বাভাবিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবে রূপ পায়নি। এ পরিস্থিতিতে তার ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী দেশের নেতৃত্ব দিতে সক্ষম একমাত্র ব্যক্তি হলেন তারেক রহমান।

আরশাদুলুলের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে তরুণদের উচিত হবে স্বার্থের চেয়ে দেশের সামগ্রিক কল্যাণ ও ভবিষ্যৎ বিবেচনা করে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সহযোগিতা করা।

তিনি শেষ মন্তব্যে দলীয় সম্পর্ক ছিন্ন হলেও ব্যক্তিগতভাবে এনসিপির নেতাদের প্রতি শুভকামনা জানিয়েছেন।

এসআর

নিজে উপস্থিত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করলেন কিম

৮০ হাজার অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

গাজা প্রসঙ্গ তুলে বাংলাদেশ নিয়ে যা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

২৫ ডিসেম্বরে তারেক রহমানের দেশে ফেরার কারণ জানালো বিএনপি

এবার আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ফিলিস্তিনের সিনেমা আইকন বাকরি আর নেই

বড়দিনের শুভেচ্ছায় প্রতিপক্ষদের ট্রাম্পের গালাগাল

৪৬ বছরের মধ্যে সোনার দামের সর্বোচ্চ বৃদ্ধি

ইসরাইলের আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনে বড়দিন উদযাপন

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আশাবাদী বেশিরভাগ রাশিয়ান