হোম > বিশ্ব

দার্জিলিংয়ে বৃষ্টিজনিত দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। ভূমিধস ও সেতু ভেঙে বেশিরভাগ মানুষ মারা যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারী বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিংয়ের মিরিক ও নাগরকাটা এলাকা। মিরিক ও কালিম্পংয়ে ১৮ জন এবং নাগরাকাটায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে উত্তরবঙ্গের কোনো জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দার্জিলিংয়ে দুর্যোগে বহু পর্যটক আটকা পড়েছিলেন। বৃষ্টি থামতেই তারা দ্রুত পাহাড় থেকে নেমে আসতে শুরু করেছেন। আজ (সোমবার) সকাল থেকে বহু পর্যটক শিলিগুড়ির দিকে রওনা দিয়েছেন। তবে প্রধান রাস্তা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা।

হঠাৎ ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

উত্তরবঙ্গের বন্যাকে মানব সৃষ্ট বলে সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিপর্যয়ে নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সেইসঙ্গে পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে উত্তরবঙ্গের পর্যটকদের উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন।

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে সংশ্লিষ্টদেতর নির্দেশ দিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা