তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি কেবল যুদ্ধই বন্ধ করবে না, সেইসঙ্গে এটি ইউরোপের ভবিষ্যত গঠন করবে। ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর তিনি একথা বলেন। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার জন্য তুরস্কের চেয়ে উপযুক্ত জায়গা আর নেই। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ফিদান বলেন, ‘গত গ্রীষ্মে ইস্তাম্বুলে তিনবার যে বৈঠক হয়েছে, তাতে আমরা এটি প্রমাণ করেছি, আলোচনার জন্য তুরস্ক উপযুক্ত জায়গা। প্রতিটি বৈঠকে সবাই সন্তুষ্টি ছিল’।
ইইউ এবং ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ফিদান বলেন, আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৃহত্তর আঞ্চলিক বিষয়গুলোর ওপর জোর দেয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়া নিয়ে তুরস্ক আশাবাদী বলেও জানান তিনি। ফিদান বলেন, সদিচ্ছা নিয়ে আলোচনায় বসলে, চুক্তিতে পৌঁছানো সহজ হয়।
তিনি আরো বলেন, তুরস্ক বিশ্বাস করে, রাশিয়া ও ইউক্রেন উভয়ই শিগগিরই যুদ্ধ বন্ধে আরো ইতিবাচক অবস্থান নেবে। ফিদান জোর দিয়ে বলেন, যেকোনো চূড়ান্ত চুক্তি কেবল যুদ্ধের অবসান নয়, বরং ইউরোপের ভবিষ্যতও গঠন করবে।
আরএ