হোম > বিশ্ব

ট্রাম্পের নির্বাহী আদেশ: কাতারে হামলা হলে জবাব দেবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইসরাইলের নজিরবিহীন হামলার পরিপ্রেক্ষিতে কাতারের নিরাপত্তা নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছেন। এই আদেশে বলা হয়েছে, কাতার যদি আবারও আক্রমণের শিকার হয় তবে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপসহ দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার নতুন নির্বাহী আদেশে কাতারকে যুক্তরাষ্ট্রের ‘শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে একটি অবিচল মিত্র’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও কাতার ‘ঘনিষ্ঠ সহযোগিতা, অভিন্ন স্বার্থ ও আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের দ্বারা আবদ্ধ।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক সংঘাতের মধ্যস্থতায় কাতার ওয়াশিংটনকে সমর্থন করেছে। তাই, ‘বিদেশি আগ্রাসনের দ্বারা কাতার রাষ্ট্রের প্রতি অব্যাহত হুমকির আলোকে বহিরাগত আক্রমণের বিরুদ্ধে কাতার রাষ্ট্রের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি।

ইসরাইলি হামলার কারণে আঞ্চলিক ও বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি হওয়ার পরই ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। এই হামলায় একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তাও নিহত হন। কাতারের নাগরিক হত্যার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমা চেয়েছেন।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা