জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, লন্ডনবাসীর মতোই নতুন মেয়র নির্বাচনে ভয়ের পরিবর্তে আশাকে বেছে নিয়েছে নিউইয়র্কবাসী। খবর বিবিসির।
জোহরান মামদানি মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র এবং ১৮৯২ সালের পর সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস তৈরি করেছেন।
মামদানির জয় ঐতিহাসিক হিসেবে অভিহিত করে তাকে শুভেচ্ছা জানান লন্ডনের মুসলিম মেয়র সাদিক খান।
দুই মেয়রের মধ্যে কিছু মিল রয়েছে। দুজনেই সোশ্যাল ডেমোক্র্যাট এবং লন্ডন ও নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস তৈরি করেছেন।
সাদিক বলেন, উভয় শহরেই মুসলিম মেয়র থাকাটা অসাধারণ।
তার মতে, তিনি এবং মামদানি দুজনেই জিতেছেন কারণ, তারা ভোটারদের উদ্বেগ খেলা করার পরিবর্তে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন।
লন্ডনের মেয়র আরো বলেন, তারা দু’জনে সব বিষয়ে একমত নাও হতে পারেন। তবে উভয় শহরের অনেকগুলো চ্যালেঞ্জ একই রকম।
আরএ