হোম > বিশ্ব

১৪ বছর পর তেল রপ্তানি শুরু করলো সিরিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

১৪ বছর পর আবারো অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। এক বিবৃতিতে সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সোমবার তার্তুস বন্দর থেকে ছয় লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল রপ্তানি করা হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিদেশে তেলের বাজারে সিরিয়ার উপস্থিতি শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবে রপ্তানি আবারো শুরু করা হয়েছে। আগামীতে রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে জ্বালানি খাতকে পুনরুজ্জীবিত করা এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই চালানকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের আগে, দেশটির জিডিপির ২০ শতাংশ, রপ্তানির অর্ধেক এবং রাজস্বের ৫০ শতাংশের বেশি আসতো তেল রপ্তানি থেকে। ২০১০ সালে দেশটি প্রতিদিন তিন লাখ ৯০ হাজার ব্যারেল তেল উৎপাদন করতো। কিন্তু বাশার আল-আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে তা গৃহযুদ্ধে রূপ নেয় এবং প্রায় ১৪ বছর ধরে চলা সেই যুদ্ধে দেশটির অর্থনীতি ও অবকাঠামো, বিশেষত অপরিশোধিত তেল উৎপাদন মারাত্মকভাবে ধ্বংস হয়ে যায়। ২০২৩ সালে উৎপাদন তীব্রভাবে কমে প্রায় ৪০ হাজার ব্যারেলে দাঁড়ায়।

১৪ বছরের অস্থিরতার সময়, সিরিয়া বিদ্যুৎ উৎপাদনের জন্য ইরানি তেলের চালানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সরবরাহ বন্ধ করে দেয় ইরান।

সিরিয়ার নেতা আসাদ রাশিয়ায় পালিয়ে যান, যার ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। জানুয়ারিতে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

নতুন সরকার ক্ষমতায় এসেই সিরিয়ার অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দেয়।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা