হোম > বিশ্ব

বাণিজ্য বাড়াতে ভারতকে পাশে চায় আফগানিস্তান

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রায় ৯ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে রেখেছে, এছাড়াও চাবাহার বন্দরের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কারণে বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশে অনেক নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি। তাই, এই নিষেধাজ্ঞা থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতের সাথে আলোচনা করতে আগ্রহী আফগানিস্তান।

আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে, নয়াদিল্লিতে আফগানিস্তান ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন আজিজি। এসময় তিনি আফগানিস্তানের অর্থনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গ’র সমালোচনা করেন।

আজিজি বলেছেন, ‘আমরা বাণিজ্য নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতের সঙ্গেও আলোচনা করতে চাই। কেননা, চাবাহার বন্দরের জন্য পাঁচ মাসের ছাড় যথেষ্ট নয়।”

তিনি আরো জানিয়েছেন, কাবুল–নয়াদিল্লির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে এবং ইসলামিক আমিরাত, ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। তিনি ভারতীয় বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং বলেন, দেশে উৎপাদন বাড়াতে সরকার শুল্ক সুবিধাসহ বিভিন্ন সহায়তা দেবে।

একই অনুষ্ঠানে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান বিভাগের প্রধান আনন্দ প্রকাশ, দিল্লি-কাবুল এবং অমৃতসর-কাবুলের মধ্যে শীঘ্রই সরাসরি বিমান পুনরায় চলাচলের ঘোষণা দেন।

প্রকাশ আরও বলেন, ‘গত মাসে ভারত সফরে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ঐতিহাসিক সফর ছিল। এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল, যার ফলে একটি বিশেষ বিমান করিডোর, মানবিক সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে।”

আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রী জোর দিয়ে বলেন, আফগানিস্তানের শিখ ও হিন্দু সম্প্রদায়ের উচিত ফিরে আসা এবং দেশের পুনর্গঠনে অবদান রাখা।

গাজার শিশুরা নয় গাধারা স্বাগত, জার্মানির ডাবল স্ট্যান্ডার্ড

৫০ কোটি পাউন্ডে বিক্রি হচ্ছে ‘দ্য টেলিগ্রাফ’

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

সুদানে সহিংসতা থামানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ওভাল অফিসে রোনালদোর সঙ্গে ফুটবল খেললেন ট্রাম্প!

চীনা পর্যটক কমলেও উদ্বিগ্ন নন জাপানি ব্যবসায়ীরা

নানা সমস্যার পরেও নীতীশ কুমারই কেন ফের মুখ্যমন্ত্রী?

ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তে বসছে আন্তর্জাতিক গণ-ট্রাইব্যুনাল

এবার চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা দিলো সিঙ্গাপুর

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের