গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধ
গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান গিল রেইচকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর টাইমস অব ইসরাইলের।
১৯৯০ সাল থেকে লিকুদ পার্টির সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হানেগবি। তিনি নেতানিয়াহুর গাজা সিটি আক্রমণের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন বলে জানা গেছে। পাশাপাশি গত মাসে কাতারে হামাস নেতাদের ওপর ব্যর্থ হামলারও বিরোধিতা করেছিলেন হানেগবি।
এক বিবৃতিতে হানেগবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মতবিরোধের কথা স্বীকার করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার ব্যর্থতার বিষয়টি ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করার আহ্বান জানিয়েছেন তিনি। সেই ব্যর্থতার জন্য দায় স্বীকার করেছেন হানেগবি।
২০২২ সালে জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার আগে গিল রেইচ ইসরাইলের পারমাণবিক শক্তি কমিশনের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
আরএ