হোম > বিশ্ব

সাগরের তলদেশে মিলল লাখ লাখ ডলারের গুপ্তধন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে তিনশ’ বছরেরও বেশি সময় আগে ডুবে যাওয়া একটি স্প্যানিশ নৌবহরের ধ্বংসাবশেষ থেকে প্রায় ১০ লাখ ডলার মূল্যের গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে এক হাজারের বেশি রূপা ও সোনার মুদ্রা। খবর সিবিএস নিউজের।

ফ্লোরিডার ‘ট্রেজার কোস্ট’ থেকে একদল ডুবুরি এই গুপ্তধন উদ্ধার করে। ‘ট্রেজার কোস্ট’ হলো ফ্লোরিডার পূর্ব দিকে আটলান্টিক উপকূলের একটি অংশ যা ইন্ডিয়ান নদী, সেন্ট লুসি এবং মার্টিন কাউন্টি জুড়ে রয়েছে। ১৭১৫ সালের স্প্যানিশ ট্রেজার ফ্লিট জাহাজ ডুবিতে প্রচুর ধন-সম্পদ সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বলে এ নামকরণ করা হয়েছে।

মুদ্রাগুলো বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ১৭১৫ সালে এই মূল্যবান ধনসম্পদ একটি স্প্যানিশ জাহাজের একটি বহরে ইউরোপে পাঠানো হচ্ছিল। কিন্তু ভয়াবহ ঝড়ে ১১টি জাহাজের পুরো বহর ডুবে যায়। এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয় এবং বিপুল ধনসম্পদ ছড়িয়ে পড়ে সমুদ্রের তলদেশে।

গুপ্তধন অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কুইন জুয়েলসের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। কুইন্স জুয়েলসেরপরিচালক সাল গুত্তুসো বলেন, ‘প্রতিটি মুদ্রা ইতিহাসের একটি অংশ, স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগে বসবাসকারী, কাজ করা এবং নৌযান চালানো মানুষদের সাথে একটি বাস্তব যোগসূত্র। এক হাজার মুদ্রা খুঁজে পাওয়া বিরল এবং অসাধারণ।’

আরএ

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: বেনিন সরকার

শান্তির জন্য ইসরাইল সরকারের পুনর্গঠন প্রয়োজন

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শিগগিরই শুরু: নেতানিয়াহু

ইউক্রেন, যুক্তরাজ্য ও জার্মান নেতাদের সঙ্গে সোমবার ম্যাক্রোঁর বৈঠক

চীন-জাপানের যুদ্ধবিমান সংঘর্ষে নতুন উত্তেজনা

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ইউক্রেন শান্তিচুক্তি ‘শেষ ধাপে’: মার্কিন দূত

বেনিনে সামরিক অভ্যুত্থান, সরকার বিলুপ্ত ঘোষণা

মাদুরোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে বললেন এরদোয়ান