হোম > বিশ্ব

পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান মাসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে সিয়াম সাধনার এই মাস।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী, আমরা এখন রমজান থেকে ঠিক ১৩৯ দিন দূরে আছি। খবরটি জানিয়েছে গালফ নিউজ।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, নতুন চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ০১ মিনিটে (ইউএই সময়)। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেই সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে রমজানের প্রথম দিন হিসেবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ধরা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকারি চাঁদ দেখার কমিটি।

তিনি আরো জানান, আবুধাবিতে রমজানের শুরুতে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা ধীরে ধীরে বেড়ে মাসের শেষে হবে ১৩ ঘণ্টা ২৫ মিনিট। দিনের আলো শুরুর দিকে থাকবে প্রায় ১১ ঘণ্টা ৩২ মিনিট, আর মাস শেষে তা বাড়বে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।

আবহাওয়ার দিক থেকে শুরুতে আবুধাবিতে উত্তর দিকের শীতল বাতাসের প্রভাবে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে রমজানের শেষের দিকে যখন বসন্তকালীন আবহাওয়া শুরু হবে এবং পশ্চিমা বাতাস বইতে শুরু করবে তখন তা বাড়তে বাড়তে দাঁড়াবে ১৯ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে।

আল জারওয়ান আরো উল্লেখ করেন, পুরো রমজান মাস জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গড়ে ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা