গাজার টানালে আটকা পড়া যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেয়ার সুযোগ দিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এ লক্ষ্যে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে মধ্যস্থতাকারী দেশগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। খবর জিও নিউজের।
গত সপ্তাহে সুরঙ্গ থেকে বের হয়ে পালানোর চেষ্টা করা ২০ জনেরও বেশি হামাস সদস্য ইসরাইলি সেনাবাহিনীর হামলায় নিহত হন। গ্রেপ্তার হন আরো আটজন। এরপর বুধবার দেয়া এক বিবৃতিতে তাদের নিরাপদে বের হওয়া নিশ্চিত করার আহ্বান জানায় হামাস।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা (ইসরাইলকে) আমাদের যোদ্ধাদের প্রাণহানির জন্য সম্পূর্ণরূপে দায়ী করছি এবং আমাদের মধ্যস্থতাকারীদের আমাদের সন্তানদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়ার জন্য (ইসরায়েলকে) চাপ দিতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’
এই প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি প্রকাশ্যে স্বীকার করেছে যে তাদের যোদ্ধারা সুড়ঙ্গে আটকা পড়েছেন।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে রাফাহ শহরের নিচে টানেল নেটওয়ার্কে ১০০ থেকে ২০০ হামাস যোদ্ধা আটকা রয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী এখন সে এলাকায় অবস্থান করছে।
গত ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের উপকূলীয় অংশ থেকে সরে কথিত ‘হলুদ রেখা’-তে চলে যায়। তবে যুদ্ধবিরতির পরও গাজায় নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
আরএ