হোম > বিশ্ব

প্রথম বৈঠক ব্যর্থ, আবারো আলোচনায় পাক আফগান প্রতিনিধিদল

আমার দেশ অনলাইন

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সংঘাত নিরসনে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার নতুন পর্ব আজ (৩০ অক্টোবর) ইস্তাম্বুলে শুরু হচ্ছে। চার দিনের প্রথম দফার বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় পক্ষ আবারো আলোচনায় বসতে সম্মত হয়েছে।

আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে, বুধবার রাতে আলোচনার ব্যর্থতার পর পাকিস্তানি প্রতিনিধি দল ইস্তাম্বুল ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল। তবে মধ্যস্থতাকারী দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টায় তারা পুনরায় আলোচনায় যোগ দিতে রাজি হয়।

সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় উভয় পক্ষ একে অপরকে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে। তবে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আবারো সীমান্ত ইস্যু ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের আকাশসীমা ও ভূখণ্ড লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যে সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলার পর আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডুরান্ড লাইনের ওপারে প্রতিশোধমূলক হামলা চালায়।

বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান উত্তেজনা উভয় দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারা সংলাপের মাধ্যমে সীমান্ত সমস্যা ও নিরাপত্তা ইস্যু সমাধানের ওপর জোর দিচ্ছেন।

ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনের সম্ভাবনা তৈরি হলেও, কূটনৈতিক সূত্রগুলো বলছে— এখনও পর্যন্ত সমঝোতার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

তাজ স্টোরি: ভারতে মুসলিম ইতিহাস মুছে ফেলার রাজনীতি

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালালো রাশিয়া

ভারতে মারা গেলেন আ. লীগের সাবেক এমপি

কেন বারবার ইসরাইলি আক্রমণের শিকার জলপাই গাছ

৭ অক্টোবরের ঘটনার জন্য ইসরাইলের দখলদারিত্বই বেশি দায়ী

ট্রাম্প–শি বৈঠক: আলোচনায় প্রাধান্য পেলো যে বিষয়গুলো

আসামে ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীত’, রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ

প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪

মোদিকে ‘খুনি’ বললেন ট্রাম্প

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে কি না, জানালেন আইএইএ প্রধান