পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা নিরসনে ইরানের মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি বলেন, পাকিস্তান সবসময় সংলাপ ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং এ প্রক্রিয়ায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আফগানভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন, তেহরান শিগগিরই একটি আঞ্চলিক বৈঠক আয়োজনের চেষ্টা করছে, যা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হবে। তিনি জানান, গত কয়েক দিনে ইসলামাবাদ ও কাবুলের সঙ্গে ফোনালাপ হয়েছে এবং এসব প্রচেষ্টা “বাস্তব অগ্রগতি” আনবে বলে আশা করছেন।
আরাঘচি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও কথা বলেছেন। এই আলোচনায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বিশেষ করে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের উন্নয়নে পরামর্শ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষই রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছে। এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আবারও অভিযোগ করেছেন যে আফগান ভূখণ্ড পাকিস্তানবিরোধী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে এবং এ বিষয়ে আঞ্চলিক সমর্থনসহ আফগানিস্তানের লিখিত প্রতিশ্রুতি দাবি করেছেন।