হোম > বিশ্ব

অপারেশন সিঁদুর-রিয়েলিটি শো, মোদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

আমার দেশ অনলাইন

অপারেশন সিঁদুরের বর্ণনা দিতে তিনজন কর্মরত নারী সেনা কর্মকর্তাকে নিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)–এর প্রমো প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। সমালোচকরা অভিযোগ করেছেন, জনপ্রিয় টেলিভিশন প্ল্যাটফর্মকে জাতীয়তাবাদী অবস্থান প্রচারে ব্যবহার করছে ভারতীয় শাসকগোষ্ঠী।

ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট প্রচারের জন্য নির্ধারিত এই বিনোদনমূলক অনুষ্ঠানের প্রমো একদিন আগে প্রকাশ করা হয়। এতে সঞ্চালক অমিতাভ বচ্চন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি, ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং ভারতীয় নৌবাহিনীর কমান্ডার প্রেরণা দেওস্থলিকে স্বাগত জানান।

এই কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয় পাকিস্তানে ভারতের বিমান হামলার পর সৃষ্ট সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে, যা গত মে মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) পাহালগামে পর্যটক হত্যার ঘটনার পর ঘটে।

পাহালগাম হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছিল, যা ইসলামাবাদ অস্বীকার করেছে।

প্রমোতে কুরেশি বলেন, পাকিস্তান বহু বছর ধরে এটি করে আসছে। একটি জবাব প্রয়োজন ছিল, সেই কারণেই অপারেশন সিঁদুর পরিকল্পনা করা হয়। সিং দাবি করেন, তারা ২৫ মিনিটের মধ্যেই পাকিস্তানের ‘খেলা’ শেষ করে দেন, এবং উপসংহারে বলেন: এটাই নতুন ভারত, নতুন মানসিকতা।

তবে নেটিজেনরা এটিকে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং জনপ্রিয় টিভি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয়তাবাদী এজেন্ডা প্রচারের চেষ্টা হিসেবে সমালোচনা করেছেন।

একজন নেটিজেন, স্নেহাল পোস্টে এক্সে লিখেছেন, আমাদের দেশপ্রেমকে এক ধরনের প্রদর্শনীতে পরিণত করা হচ্ছে। তিনি আরো বলেন, একদিন শুনি, পাহালগামে শহীদ হওয়া এক নৌবাহিনী কর্মকর্তার স্ত্রী হিমাংশি নারওয়ালকে বিগ বসে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে।

ভারতীয় শাসকদের সমালোচক অধ্যাপক অশোক সুইন লিখেছেন, মোদি এতটাই বর্ণনা হারানোর ভয়ে আছেন যে তিনি তিনজন ইউনিফর্ম পরা সেনা কর্মকর্তাকে এক বেসরকারি চ্যানেলে পাঠান, যাতে তারা এক বলিউডের মেরুদণ্ডহীন তারকাকে বোঝাতে পারে কেন পাকিস্তানের বিরুদ্ধে তার ‘অপারেশন সিঁদুর’ পরিকল্পনা করা হয়েছিল। মোদি নির্লজ্জভাবে সেনাবাহিনীকে তার ঘৃণার রাজনীতিতে ব্যবহার করছেন।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা