ফিলিস্তিনি ভূখণ্ডে ফরাসি সাংবাদিকদের কাজে বাধা দেয়ায় ইসরাইলের বিরুদ্ধে ফ্রান্সে মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) এবং ফরাসি সাংবাদিক ইউনিয়ন মঙ্গলবার একথা জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল আন্তর্জাতিক সাংবাদিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ সীমিত করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
মামলায় সাংবাদিকদের জন্য ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরা হয়েছে, যার মধ্যে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাও রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে, গাজায় ২১০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন।
এই মামলাতে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতায় বাধা সৃষ্টির অভিযোগ এনেছে।
গত জুলাই মাসে ফরাসি সংবাদ সংস্থা এএফপিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বার্তা সংস্থা যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে সাংবাদিকদের প্রবেশ এবং বের হওয়ার অনুমতি দিতে ইসরাইলের প্রতি অনুরোধ জানায়।
আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) এবং ফরাসি সাংবাদিক ইউনিয়ন একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে প্যারিসের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরের অফিসে অভিযোগ দায়ের করেছে। এতে ইসরাইলের বিরুদ্ধে গাজা এবং ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ‘তথ্য প্রবাহের স্বাধীনতায় বাধা’ দেয়ার অভিযোগ আনা হয়েছে।
আইএফজের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বলেন, মামলাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করতে ইসরাইলকে চাপ দেয়ার সবশেষ প্রচেষ্টা।
ইউনিয়নগুলো জানিয়েছে, তারা ফরাসি সাংবাদিকদের ‘অসংখ্য সাক্ষ্যের’ ভিত্তিতে তাদের অভিযোগ দায়ের করেছে, যাদের পরিচয় তারা তাদের নিরাপত্তার জন্য গোপন রাখা হয়েছে।
আরএ