হোম > বিশ্ব

চরম নিরাপত্তাহীনতায় সুদানের বাস্তুচ্যুত ৮১ হাজার মানুষ: জাতিসংঘ

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

চলমান সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে সুদানের এল-ফাশের থেকে পালিয়েছে ৮১ হাজারের বেশি মানুষ। বুধবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একথা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, পালিয়ে গিয়েও নিশ্চিত নন বাস্তুচ্যুত মানুষেরা। নিরপত্তার অভাবে চরম আতঙ্কে দিন কাটছে তাদের। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এল-ফাশের এবং আশেপাশের এলাকা থেকে ৮১ হাজার ৮১৭ জন বাস্তুচ্যুত হয়েছেন। সংস্থাটি আরো জানিয়েছে, বাস্তুচ্যুতদের বেশিরভাগই এল-ফাশের এলাকার আশপাশেই রয়েছেন। তবে কিছু সংখ্যক মানুষ উত্তর দারফুরের কাবকাবিয়া, মেলিট, কুতুম এবং তাওইলা এলাকায় চলে গেছেন।

বিবৃতি অনুসারে, সুদানের অন্যান্য রাজ্যেও বাস্তুচ্যুতি ঘটেছে। যার মধ্যে রয়েছে হোয়াইট নাইল রাজ্যের কোস্তি, পশ্চিম কর্দোফানের ঘবেইশ, মধ্য দারফুরের মধ্য ও উত্তর জেবেল মারা, পশ্চিম দারফুরের পশ্চিম আল-জুনাইনাহ এবং কুলবুস, পূর্ব দারফুরের শায়েরিয়া, দক্ষিণ দারফুরের পূর্ব জেবেল ও আল-উইহদা।

আইওএম জানিয়েছে, বাস্তুচ্যতরা রাস্তাঘাটে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ২৬শে অক্টোবর উত্তর দারফুর রাজ্যের রাজধানী এবং এই অঞ্চলের একটি কৌশলগত শহর এল-ফাশের দখল করে নেয়। পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালায়। যার ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির ভৌগোলিক বিভাজন আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুদানের ১৮টি রাজ্যের মধ্যে, আরএসএফ বর্তমানে পশ্চিমে দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্যই নিয়ন্ত্রণ করে। রাজধানী খার্তুমসহ দক্ষিণ, উত্তর, পূর্ব এবং মধ্য অঞ্চলের বাকি ১৩টি রাজ্যের বেশিরভাগই সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে, সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ সংঘাতে জড়িয়ে পড়েছে, যা বন্ধ করতে ব্যর্থ হয়েছেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরএ

মার্কিন কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

হাওয়াইয়ে দ্বীপপুঞ্জে ড্রোনের মাধ্যমে ফেলা হচ্ছে মশা, কারণ কী

গাজা ট্রাইব্যুনালে জনগণের রায়: দায়বদ্ধতার প্রশ্নে বিশ্বকে চ্যালেঞ্জ

মামদানির স্ত্রীর সম্পর্কে এই বিষয়গুলো কি জানেন?

সিরিয়ার বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন পোপ লিও

ঢাকা-ওয়াশিংটন বিলিয়ন ডলারের চুক্তি, ভারতের ঘুম হারাম

কে এই সুদানি জেনারেল মোহাম্মদ হামদান দাগালো

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় পাইলট নিহত

নিউ ইয়র্কের ভাবী ফার্স্ট লেডি পেশায় একজন শিল্পী