অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তর-পূর্বে আল-মাজরা আশ-শারকিয়া শহরের পাঁচটি ঐতিহাসিক নিদর্শন জব্দ করেছে ইসরাইল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি সেনাবাহিনী শহরের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে পাঁচটি বাইজেন্টাইন যুগের ঐতিহাসিক স্তম্ভ জব্দ করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিলিস্তিনিরা ওই এলাকায় ভবন নির্মাণ করছে এবং ঐতিহাসিক নিদর্শন ক্ষতিগ্রস্ত করছে। এই অভিযোগে স্তম্ভগুলো জব্দ করা হয়েছে।
ফিলিস্তিনের পর্যটন ও পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী হানি আল-হায়েক বলেছেন, ইসরাইলি হামলায় ৩১৬টি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ফিলিস্তিনের ইতিহাস মুছে ফেলার লক্ষ্যে এই আক্রমণ চালানো হয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশনের প্রধান মুয়াইয়াদ শাবান এর আগে বলেছিলেন, প্রত্নতাত্ত্বিক স্থান রক্ষার অজুহাতে ইসরাইল পশ্চিম তীরের নাবলুসের কাছে সেবাস্তিয়া এবং বুরকা শহরে এক হাজার ১৩৭ একর জমি দখলে নেয়ার পরিকল্পনা করছে।
আরএ