ভারতীয় কংগ্রেস দলের নেতা ও সাবেক সংসদ সদস্য কুমার কেতকার দাবি করেছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পেছনে ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সংবিধান দিবস উপলক্ষে কংগ্রেস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।
কেতকার বলেন, ২০০৪ সালের নির্বাচনে কংগ্রেস ১৪৫টি আসন এবং ২০০৯ সালে ২০৬টি আসন পেয়েছিল। কিন্তু এরপর হঠাৎই ২০১৪ সালে দলের আসনসংখ্যা নেমে আসে মাত্র ৪৪–এ, যা তিনি “স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন” বলে মনে করেন না।
তার কথায়, মনমোহন সিং সরকারের বিরুদ্ধে অসন্তোষ ছিল, অভিযোগও ছিল, কিন্তু এত বড় পতনের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তার দাবি, ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেসকে ২০৬টির উপরে উঠতে না দেওয়ার জন্য আগেই একটি পরিকল্পনা সাজানো হয়েছিল।
তিনি অভিযোগ করে বলেন, ‘সিআইএ ও মোসাদ এমনভাবে পরিস্থিতি তৈরি করেছিল যাতে কংগ্রেস বা কংগ্রেস নেতৃত্বাধীন স্থিতিশীল সরকার ক্ষমতায় ফিরতে না পারে।’ কেতকারের মতে, এই সংস্থাগুলো মনে করত যে নয়াদিল্লিতে একটি ‘‘অনুকূল’’ সরকার তাদের স্বার্থ বাস্তবায়নে সহায়ক হবে।
তিনি আরও বলেন, মোসাদ রাজ্য ও লোকসভাভিত্তিক বিশদ তথ্য সংগ্রহ করেছিল এবং সিআইএর সঙ্গেও এসব তথ্য আদান–প্রদান হয়েছিল। তাদের হাতে গোটা দেশের নির্বাচনী অঞ্চলের বিস্তারিত ডেটা ছিল বলেও দাবি করেন তিনি।
সূত্র: এনডিটিভি
এসআর