যুক্তরাজ্যে ফিলস্তিনের দূতাবাসে ভাঙচুর করেছে ইসরাইলপন্থিরা। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ফিলিস্তিনি দূতাবাস একথা জানায়। দূতাবাস ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের কাছে আবদেন করেছে ফিলিস্তিনি দূতাবাস কর্তৃপক্ষ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
সামাজিকমাধ্যমে দেয়া বিবৃতিতে ফিলিস্তিনি দূতাবাস জানায়, একদল ব্যক্তি, যাদের বেশিরভাগই ছিল মুখোশধারী, ইসরাইলি পতাকা নিয়ে লন্ডনে ফিলিস্তিনি দূতাবাসের প্রাঙ্গণে অনুপ্রবেশ করে এবং ভাঙচুর চালায়।’
এক্সে পোস্ট করা ছবিতে, দূতাবাস ভবনের বাইরে ইসরাইল ও যুক্তরাজ্যের পতাকা হাতে ভাঙচুরকারীদের একটি দলকে দেখা যায়।
মুখোশধারীরা দূতাবাসের সিঁড়ি বেয়ে উপরে উঠে এবং ছবি তোলার জন্য পোজ দেয়। তারা ‘ইহুদিবাদ-বিরোধীতা বর্ণবাদ’, ‘আমি ইসরাইলি সেনাবাহিনীকে ভালোবাসি’, এবং ‘আমরা ভীতু ইহুদি নই’ লেখা স্টিকার লাগায়।
দূতাবাস জানিয়েছে, তারা ব্রিটিশ কর্তৃপক্ষকে ‘এই ধরনের আক্রমণ থেকে দূতাবাস এবং কর্মীদের তাৎক্ষণিক এবং ব্যাপক সুরক্ষা প্রদানের’ জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। সেইসঙ্গে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িতদের লক্ষ্য করে বিবৃতিতে আরো বলা হয়, ‘আপনাদের কার্যকলাপ আমাদের নিরুৎসাহিত করতে পারবে না। আমরা ফিলিস্তিন-যুক্তরাজ্য সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব এবং ফিলিস্তিনি জনগণের অধিকার ও জীবন রক্ষা করব।’
ব্রিটিশ কর্তৃপক্ষ এখনো এই ঘটনার প্রতিক্রিয়ায় কোনো প্রকাশ্য বিবৃতি জারি করেনি।
আরএ