হোম > বিশ্ব > আমেরিকা

ভেনেজুয়েলায় ৮০৮ রাজনৈতিক বন্দির মুক্তি দাবি, পর্যবেক্ষকদের সন্দেহ

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

গত ডিসেম্বরের আগ থেকে এ পর্যন্ত ৮০০ জনের বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। তবে মানবাধিকার সংগঠন ফোরো পেনাল সরকারের এই পরিসংখ্যানের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

নিকোলাস মাদুরোকে গত মাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ওয়াশিংটনের চাপের মুখে সরকারবিরোধী অভিযোগে আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া শুরু করেন। তবে শনিবার পর্যন্ত এই উদ্যোগ ধীরগতিতে চলছিল। ওই দিন হঠাৎ করে একসঙ্গে ১০০ বন্দিকে মুক্তি দেওয়া হয়।

তার পরও বহু বন্দির পরিবার এখনো কারাগারের বাইরে অপেক্ষা করছে, অনেকেই অস্থায়ী শিবিরে দিন কাটাচ্ছেন প্রিয়জনের মুক্তির আশায়।

কারাকাস থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো বলেন, ডিসেম্বরের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ৮০৮ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তিনি কোন নির্দিষ্ট সময়কালকে এই হিসাবে অন্তর্ভুক্ত করেছেন, তা পরিষ্কার করেননি।

এর আগে শুক্রবার ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৬২৬ জন বন্দি মুক্তি পেয়েছেন এবং এই প্রক্রিয়া সাবেক প্রেসিডেন্ট মাদুরোর সময়েই শুরু হয়েছিল বলে দাবি করেন।

সরকারি তথ্যের বিপরীতে ফোরো পেনাল জানায়, তারা ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৩৮৩ জন বন্দির মুক্তি যাচাই করতে পেরেছে। এর মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন। সংগঠনটির হিসাব অনুযায়ী, ৮ জানুয়ারি সব রাজনৈতিক বন্দিকে মুক্তির ঘোষণা দেওয়ার পর থেকে ছাড়া পেয়েছেন ২৬৬ জন।

ফোরো পেনালের সহ-সভাপতি গনসালো হিমিওব এএফপিকে বলেন, সরকারের দেওয়া সংখ্যা তাদের পর্যবেক্ষণের সঙ্গে কোনোভাবেই মেলে না।

অন্যদিকে কাবেলো এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ফোরো পেনালের কাছে পূর্ণাঙ্গ তালিকা নেই এবং সরকার এনজিওগুলোর সঙ্গে পরামর্শ করতে বাধ্য নয়। ফোরো পেনালসহ একাধিক মানবাধিকার সংগঠনের দাবি, ভেনেজুয়েলায় এখনো শত শত বিরোধী নেতা-কর্মী কারাবন্দি রয়েছেন।

এসআর

তেল খাতে ২০২৬ সালে ১৪০ কোটি ডলার বিনিয়োগের আশা ভেনেজুয়েলার

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করায় ইইউকে ভর্ৎসনা করল যুক্তরাষ্ট্র

সামরিক চাপের মধ্যেই আলোচনায় বসতে ফোন করেছে ইরান: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে মোতায়েন হলো মার্কিন বিমানবাহী রণতরি

দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশের ঘোষণা ট্রাম্পের

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ৩০

‘ভিসা বন্ড’ পদ্ধতি কীভাবে কাজ করে, জানাল মা‌র্কিন দূতাবাস

তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ১০

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার ওপর ১০০% শুল্ক আরোপ

মিনিয়াপোলিসের হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য ‘ওয়েক-আপ কল’: ওবামা ও ক্লিনটন