হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি শীর্ষ কর্মকর্তার মেয়েকে বরখাস্ত করল মার্কিন বিশ্ববিদ্যালয়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানির মেয়ে ফাতেমেহ আরদেশির-লারিজানিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় এমোরি ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার শিক্ষার্থীদের পরিচালিত স্কুল সংবাদপত্র এমোরি হুইল এ তথ্য প্রকাশ করে।

পত্রিকাটি জানায়, এমোরি ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ডিন সান্দ্রা ওং ২৪ জানুয়ারি অনুষদের কাছে পাঠানো এক ইমেলে বিষয়টি নিশ্চিত করেন। ইমেলে উল্লেখ করা হয়, একজন জ্যেষ্ঠ ইরানি সরকারি কর্মকর্তার মেয়ে হিসেবে পরিচিত ওই চিকিৎসক আর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নন।

ইরানে চলমান বিক্ষোভ এবং এমোরির উইনশিপ ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে ফাতেমেহ আরদেশির-লারিজানির নিয়োগের বিরুদ্ধে ইরানি-আমেরিকান বিক্ষোভকারীদের প্রতিবাদের পর এই সিদ্ধান্তের খবর সামনে আসে।

এমোরি হুইল জানায়, এমোরি থেকে বিদায় নেওয়ার আগে ফাতেমেহ আরদেশির-লারিজানি মেডিকেল স্কুলের হেমাটোলজি ও মেডিকেল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৪ জানুয়ারির পর থেকে তার এমোরি ফ্যাকাল্টি পেজ এবং এমোরি হেলথকেয়ার সংক্রান্ত ওয়েব পেজ আর দেখা যাচ্ছে না।

এ বিষয়ে এমোরি বিশ্ববিদ্যালয়ের উইনশিপ ক্যান্সার ইনস্টিটিউটের জনসংযোগ বিভাগের সহযোগী পরিচালক আন্দ্রেয়া ক্লিমেন্ট বলেন, এটি একটি কর্মী-সংক্রান্ত বিষয়। তিনি জানান, এমোরি রোগীর সেবা, গবেষণা ও শিক্ষার অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব নিয়োগ রাজ্য ও ফেডারেল আইন মেনে করা হয়।

উল্লেখ্য, আলী লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। চলতি মাসের ১৫ জানুয়ারি তাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। তখন মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধেই এই ব্যবস্থা।
সূত্র: আল আরাবিয়া

সৌদিতে শ্রম ও অভিবাসন আইনে ১৪ হাজারেরও বেশি প্রবাসী বহিষ্কার

গাজা কোনো কল্পনার রিয়েল এস্টেট নয়

ইরানে সম্ভাব্য বড় হামলার প্রস্তুতি শেষ যুক্তরাষ্ট্রের, ইসরাইলের দাবি

ট্রাম্পের ‘শান্তি বোর্ড’: শান্তির বিনিময়ে গাজা বিক্রি

‘আজ বা কাল’ ইরানে ইন্টারনেট চালু হবে

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ‘বড় অগ্রগতি’, ১ ফেব্রুয়ারি ফের বৈঠক

তুরস্কের গোয়েন্দাপ্রধানের সঙ্গে হামাসের বৈঠক

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নূরী আল-মালিকিকে শিয়া জোটের সমর্থন

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

নেতানিয়াহুর সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক, গাজা-ইরান নিয়ে আলোচনা