হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ আলোচনায় রাজি ইরান

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার তুরস্ক সফরকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, আলোচনায় ইরানের কোনো সমস্যা নেই, তবে হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না। খবর আল জাজিরার।

আংকারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “আমি দৃঢ়ভাবে বলতে চাই, ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না।”

আরাগচি বলেন, “ইরানি জনগণের নিরাপত্তা অন্য কারো বিষয় নয়। দেশের নিরাপত্তায় যতটা প্রয়োজন, ততটাই আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ ও সম্প্রসারণ করব।”

তিনি বলেন, “নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে কোনো দেশই আপস করতে প্রস্তুত নয়। আমরা যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে অভিযানের পর ট্রাম্প প্রশাসনের হুমকি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চাপ এই উত্তেজনা আরো বাড়িয়েছে।

ইরানে সরকারপতনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলার চেয়েও শক্তিশালী নৌবহর ইরানের দিকে যাচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরতে তেহরানকে সতর্ক করে বলেন, নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” এ সময় ট্রাম্প দাবি করেন, চুক্তি করতে চাইছে ইরান।

আরএ

ইরানের প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি

আলবেনিয়ার প্রধানমন্ত্রীর ইসরাইল সফরের প্রতিবাদে তিরানায় বিক্ষোভ

দুই বছর পর রাফাহ ক্রসিং খুলে দিচ্ছে ইসরাইল

ইসরাইল ও সৌদির কাছে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

কিউবায় তেল বিক্রি করলেই শুল্ক আরোপ: হুমকি ট্রম্পের

মধ্যপ্রাচ্যের নিজস্ব নিরাপত্তা চুক্তি থাকা প্রয়োজন: তুরস্ক

আইআরজিসিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দেওয়ার নিন্দা ইরানের