হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাটছাঁট হচ্ছে সৌদি আরবের উচ্চাভিলাষী ‘নিওম’ প্রকল্পে

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব তার উচ্চাভিলাষী ‘নিওম’ প্রকল্পের পরিধি ও আকার উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে। বছরব্যাপী অভ্যন্তরীণ পর্যালোচনা শেষে প্রকল্পটির খরচ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এছাড়া প্রকল্পটির নকশা নতুন করে করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুসারে, নিওম প্রকল্পের প্রধান সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান এখন এমন একটি উন্নয়ন পরিকল্পনা করছেন, যা মূল পরিকল্পনার চেয়ে অনেক ছোট। প্রাথমিক ধারণার চেয়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবে ২০১৭ সালে নিওম চালু করা হয়। এটি লোহিত সাগরের উপকূল বরাবর বিস্তৃত এবং প্রায় বেলজিয়ামের আয়তনের সমান একটি এলাকাজুড়ে বিস্তৃত। এ প্রকল্পের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী উপাদান হচ্ছে ‘দ্য লাইন’ নামের তাদের ভবিষ্যতের শহর গড়ার পরিকল্পনা। এটি নির্মাণে পুনরায় নকশা প্রণয়ন করা হচ্ছে। এ শহরের আকার কমানো হচ্ছে।

প্রকল্পটিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা ফিন্যান্সিয়াল টাইমকে জানিয়েছেন, ‘দ্য লাইন’ শহরকে সাধারণ প্রকল্পে রূপান্তর করা যেতে পারে। সেখানে বর্তমান অবকাঠামো ব্যবহার করা হবে। অন্যদিকে নিওম নিজেই ডেটা সেন্টারের কেন্দ্র হয়ে উঠতে পারে। কারণ, সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বের অন্যতম খেলোয়াড় হতে চায়।

তেলের দাম কম থাকায় সৌদি কর্তৃপক্ষ বেশি অর্থ ব্যয় করতে চাচ্ছে না। তারা এখন ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে। এ কারণে ব্যয়বহুল এই প্রকল্পের পুনর্মূল্যায়ন করা হয়েছে। এছাড়া দেশটি রিয়াদ এক্সপো ২০৩০ এবং ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। এ কারণে তাদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে।

নিওম প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে ফিন্যান্সিয়াল টাইমসকে এক বিবৃতিতে বলা হয়, জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদে উপযোগিতা সৃষ্টি করে এমন বিষয়গুলোকে লক্ষ্য রেখে তারা কাজ এগিয়ে নিচ্ছেন। কৌশলগত অগ্রাধিকার ও টেকসই অর্থনৈতিক প্রভাবের সঙ্গে সংগতি রেখে প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।

এর ফলে কিছু উচ্চাভিলাষী পরিকল্পনা পুনর্মূল্যায়ন করা হয়েছে। উদাহরণস্বরূপ এ প্রকল্পের ট্রোজেনা স্কি রিসোর্ট ছোট করা হবে। দেশটিতে ২০২৯ সালে এশিয়ান শীতকালীন গেমস আয়োজন করা হবে না। এছাড়া উপকূলীয় শিল্প ও সরবরাহ অঞ্চল অক্সাগন নির্মাণে পুনরায় নকশা প্রণয়ন করা হচ্ছে। মূলত সৌদি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে পরিকল্পনাগুলোকে খাপ খাইয়ে নেওয়ার জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ কারণে নিওম প্রকল্পের অনেক নির্মাণকাজ মূল নকশা অনুসারে হবে না।

ফিন্যান্সিয়াল টাইম জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে নিওম প্রকল্পের দীর্ঘদিনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাযমি আল-নাসরের পদত্যাগের পর গত বছর নতুন প্রধান নির্বাহী আইমান আল-মুদাইফার এ উচ্চাভিলাষী পরিকল্পনাটি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেন। এ বছরের প্রথম প্রান্তিকের শেষের দিকে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

নিওম প্রকল্প সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন। এতে প্রায় এক লাখ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়।

এ বিষয়ে যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেন, প্রয়োজনে জনস্বার্থে অনেক প্রকল্প বাতিল করা হবে অথবা আমূল পরিবর্তন করা হবে। এর মাধ্যমে বোঝা যায় যে, উচ্চাভিলাষী নিওম প্রকল্পের পরিধি ও আকার উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ।

গাজা থেকে শেষ জিম্মির লাশ উদ্ধারের দাবি ইসরাইলের

বিক্ষোভে উসকানিদাতাদের কোনো ছাড় নয়: ইরান

গাজার রাফাহ সীমান্ত ‘সীমিতভাবে’ পুনরায় খুলবে ইসরাইল

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৩

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান মিশরের

গাজা দখলের আহ্বান জানালেন ইসরাইলি মন্ত্রী

অসুস্থতা ও নিরাশার মধ্যে গাজার শরণার্থী জীবন

আল জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইসরাইল

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ ও বিমান শক্তি জোরদার, বাড়ছে উত্তেজনা

ইরানি শীর্ষ কর্মকর্তার মেয়েকে বরখাস্ত করল মার্কিন বিশ্ববিদ্যালয়