মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরি পৌঁছানোর পর প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলছে, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানে হামলা চালানো হয়, তাহলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। মঙ্গলবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন কমান্ডার এ সতর্কবার্তা দেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘প্রতিবেশী দেশগুলো আমাদের বন্ধু, কিন্তু যদি তাদের মাটি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আরেকটি নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার এক ভাষণে ট্রাম্প বলেন, ‘এখনই ইরানের দিকে সুন্দরভাবে আরেকটি নৌবহর এগিয়ে যাচ্ছে। আমি আশা করি তারা একটি চুক্তি করবে।’
উপসাগরীয় এই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বেড়েছে। এর মধ্যে ট্রাম্পের এই বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য উত্তেজনা নিয়ে উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে।
ইরানি কর্মকর্তারা বারবার সতর্ক করে দিয়েছেন, তাদের ওপর যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপে তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।
আরএ