ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরান আক্রমণের শিকার হলে সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়া হবে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মতামত কলামে আরাগচি এ সতর্কবার্তা দেন। খবর আল জাজিরার।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি ইরান তাকে হত্যা করে, তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ তিনি আগেই দিয়ে রেখেছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ কথা বলেন ট্রাম্প।
আরাগচি বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যদি নতুন করে আক্রমণের মুখোমুখি হয়, তাহলে আমাদের যা কিছু আছে তা দিয়ে পাল্টা জবাব চালাতে দ্বিধা করবে না।’ তিনি গত বছরের জুনে ইরানের ওপর ইসরাইলের হামলার কথা উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি কোনো হুমকি নয়, বরং বাস্তবতা; যা আমি স্পষ্টভাবে প্রকাশ করতে চাই, কারণ একজন কূটনীতিক ও একজন অভিজ্ঞ সেনা হিসেবে আমি যুদ্ধকে ঘৃণা করি।’
তিনি আরো বলেন, ‘একটি সর্বাত্মক সংঘাত অবশ্যই ভয়াবহ হবে এবং ইসরাইল ও তার প্রতিনিধিরা হোয়াইট হাউসে যে কল্পনাপ্রসূত সময়সীমার কথা বলছেন, তার চেয়ে অনেক দীর্ঘস্থায়ী হবে। এটি অবশ্যই বৃহত্তর অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করবে এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে।’
গত সপ্তাহে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, সম্ভবত মার্কিন হামলার আশঙ্কায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর, বিশেষ করে উপসাগরীয় আরব দেশগুলোর কূটনীতিকেরা ট্রাম্পকে আক্রমণ না করার জন্য অনুরোধ করেছিলেন।
আরএ