তিন মাস আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও গাজায় বিমান হামলা ও বিভিন্ন সহিংস ঘটনায় অন্তত ১০০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার সেখানে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত অক্টোবরের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গাজায় শতাধিক শিশু নিহত হয়েছে। হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির সময় প্রতিদিন গড়ে একজন করে শিশু—হোক সে ছেলে কিংবা মেয়ে—সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছে।
ইউনিসেফের মুখপাত্র আরও জানান, আত্মঘাতী ড্রোন, গোলাবর্ষণ, বিমান হামলা ও ড্রোন আক্রমণের মতো সহিংস কর্মকাণ্ডে এসব শিশু নিহত হয়েছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও শিশুদের জীবন যে এখনও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, এই পরিসংখ্যান তা স্পষ্টভাবে তুলে ধরছে।
এসআর