হোম > বিশ্ব > পাকিস্তান

হাসপাতালে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা, যা জানালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার জিও নিউজকে তিনি বলেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তার দলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে তাকে কিছুক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়। ইমরান খান সুস্থ আছেন বলে জানান তিনি।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তারার বলেন, চক্ষু বিশেষজ্ঞরা প্রথমে আদিয়ালা কারাগারে পিটিআই প্রতিষ্ঠাতাকে পরীক্ষা করেন এবং আরো উন্নত চিকিৎসার জন্য তাকে হাসাপাতালে নেওয়ার পরামর্শ দেন।

চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তারার।

তিনি বলেন, শনিবার হাসপাতালে ইমরানের চোখ আবার পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশাবলিসহ তাকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘তিনি (ইমরান খান) সম্পূর্ণ সুস্থ আছেন। যখনই প্রয়োজন হবে, জেলের নিয়ম মেনে সব বন্দির চিকিৎসাসুবিধা এবং বিশেষজ্ঞসেবা প্রদান করা হবে।’

এর আগে দলের প্রতিষ্ঠাতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবরের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার উদ্বেগের পর তথ্যমন্ত্রীর কাছ থেকে এই বিবৃতি এলো।

আরএ

সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: আসিম মুনির

পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

‘ভারতীয় প্রক্সি বাহিনী’র সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৩

পাকিস্তানে হোটেলের বেজমেন্টে আগুন, নিহত ৩

বেসরকারি বিনিয়োগের জন্য তেল খাত খুলে দিচ্ছে ভেনেজুয়েলা

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৫

পাকিস্তানে নতুন তেল ও গ্যাসের মজুত আবিষ্কার

ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান