
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানের কর্মচারীর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। এসময় সাব্বির হোসেন (১৫) নামে এক দোকান কর্মচারী মারা গেছে। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। এসময় সাব্বির হোসেন (১৫) নামে এক দোকান কর্মচারী মারা গেছে। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সকল মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান প্রকাশ্য সভায় তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং ঔদ্ধত্যপূর্ণ যে বক্তব্য দিয়েছেন, তা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। তাই আমরা অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কারের দাবি করছি।

আগামী নির্বাচনে আপনারা মা-বোনেরা যদি বিএনপির ৩১ দফাতে বিশ্বাস রেখে ধানের শীষকে সমর্থন করেন, তবে আমরা অবশ্যই ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা শুরু হবে।


চাঁদপুর-৪ ফরিদগঞ্জ

















