
কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪৯
মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে এক পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, যুবক, নারী, বৃদ্ধসহ ৪৯ জন পথচারী আহত হয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে এক পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, যুবক, নারী, বৃদ্ধসহ ৪৯ জন পথচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (সকাল) উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে প্রায় পাঁচ শতাধিক চা-শ্রমিকের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভাড়াউড়া চা বাগান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ সড়কস্থ শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও দিনে দিনে বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত শীতবস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হোক।

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। টানা দুই দিন ধরে এ উপজেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। রোরবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।



















