
পোস্টারবিহীন প্রচারে হাওরাঞ্চলে নেই উৎসবের আমেজ
পোস্টারবিহীন প্রচার পরিবেশ সুরক্ষার বিষয়ে একটি সময়োপযোগী সিদ্ধান্ত। নির্বাচনের পর গ্রাম থেকে শহর সর্বত্র কাগজ ও ব্যানের রেকসিনের বর্জ্যে একটা নোংরা পরিবশে তৈরি হতো, এবার আর তা হবে না। নির্বাচনি আমেজ এ বছর কিছুটা কম হলেও পরিবেশের দিক থেকে তা ঠিক আছে।























