ডুয়েট ও তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৯: ১৭
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৭: ২২

শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান-বিনিময়ের ক্ষেত্র আরো সম্প্রসারিত ও শক্তিশালী করার লক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার গাজীপুরে ডুয়েট সভাকক্ষে অনুষ্ঠিত এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

বিজ্ঞাপন

এ সময় ডুয়েটের পক্ষ থেকে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং সেলজুক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত থেকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ইন্টারন্যাশনাল রিলেশনস কো-অর্ডিনেশনশীপের কো-অর্ডিনেটর প্রফেসর ড. রেজাই কুশ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আজকের এই সমঝোতা স্মারক উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা ও প্রযুক্তির সেতুবন্ধনের মাইলফলক। এই উদ্যোগের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতির মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল। এর মাধ্যমে একাডেমিক জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বৃদ্ধি আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কর্মমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে।

তিনি আরো বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতি গ্রহণ করে দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং এই পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলাই ডুয়েটের লক্ষ্য। সেলজুক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই এমওইউ সেই দিগন্ত উন্মোচনের এক নতুন পদক্ষেপ, যা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তি স্থাপন করবে।

উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, এই একাডেমিক অংশীদারিত্ব শুধু শিক্ষার্থী বা শিক্ষকদের মধ্যে একচেঞ্জ প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না— বরং এটি হবে ভ্রাতৃপ্রতিম দুই জাতির মধ্যে মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের এক যৌথ যাত্রা। এই সহযোগিতা ভবিষ্যতের উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ডুয়েট ও সেলজুক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রকে আরও শক্তিশালী করে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, এটি দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়কে আরও প্রসারিত করবে এবং আন্তর্জাতিক মানের গবেষণার সম্ভাবনা উন্মোচন করবে।

এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডুয়েটের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত