
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমের মূখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে। অগুনতি শহীদের জীবন বিনিময় এর ভিত তৈরি করেছে। জুলাই অভ্যুত্থানের চেতনার প্রতিফলনই ঘটবে গণভোটে।

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত কার্টনের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে। পরে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। সাধারণ মানুষের ধারণা, ঘটনাটি কোনো ক্লিনিকের কাজ হতে পারে। ঘটনাটি ঘটেছে গত রাত ৭টা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান ইউএনওকে উদ্দেশ করে বলেন, ‘কী করছেন এইটা? বলেন আমাকে।’ জবাবে ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমি ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট আগে শেষ হোক।’





জামালপুর-৩



সতর্ক করলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক



প্রতিকার চেয়ে তারেক রহমান বরাবর চিঠি









শেরপুরের তিন আসন