কাতারের আপাত শান্ত রাজধানী দোহা সাধারণত জননিরাপত্তা এবং সাজানো শপিং মলের জন্য সুপরিচিত। তাই সোমবার যখন ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন সেখানকার বাসিন্দারা যে দৃশ্য দেখেছে, তা তারা কল্পনাও করতে পারেনি।
ওমান সরকার ২০২৮ সাল থেকে উচ্চ আয়ের নাগরিকদের ওপর ব্যক্তিগত আয়কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। রাজকীয় ডিক্রি নম্বর ৫৬/২০২৫ অনুযায়ী, এই নতুন করব্যবস্থা কার্যকর হবে। রাষ্ট্র পরিচালিত ওমান নিউজ এজেন্সি (ওএনএ) জানিয়েছে, এই আইনটি মোট ১৬টি অধ্যায়ে বিভক্ত এবং এতে রয়েছে ৭৬টি অনুচ্ছেদ।