
বিদেশে বসে চট্টগ্রামের অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ, নিষ্ক্রিয় পুলিশ
চট্টগ্রামে গত এক বছরে সংঘটিত ৪১টি খুনের মধ্যে অন্তত ২১টির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে বিদেশি নম্বর ব্যবহারকারী সন্ত্রাসী চক্র। ভারত, সৌদি আরব, ওমান, দুবাই ও কাতারের সিম ব্যবহার করে পরিচালিত এ অপরাধ নেটওয়ার্কের খুন, চাঁদাবাজি, অপহরণ, জমি দখলের নির্দেশ আসে হোয়াটসঅ্যাপ, ইমো ও টেলিগ্রামের












