
ডিলারদের কৃত্রিম সার সংকটে দিশেহারা তারাগঞ্জের আলুচাষীরা
রাহিমাপুরসহ পাঁচ ইউনিয়নের কয়েকজন ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে গোপনে সার বিক্রি করছেন। এক বস্তা মরক্কো সারের সরকারি মূল্য যেখানে ১,৩৫০ টাকা, সেখানে তা ২,২০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ডিলারদের দোকানে গেলেও কৃষকরা চাহিদামতো সার পাচ্ছেন না।























