
যে কারণে কর্মী ছাঁটাই–বাজেট কমানোর ঘোষণা দিলো জাতিসংঘ
জাতিসংঘের এক বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকোর কাছ থেকে পাওয়া বকেয়া বিলম্বই এই ঘাটতির মূল কারণ। ফলে সংস্থাটি দীর্ঘদিন ধরে যে তরলতা সংকটের মধ্যে আছে, তা আরও তীব্র হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের মোট পদগুলোর প্রায় ১৮ শতাংশ শূন্য পড়ে আছে—তবে এসব শূন্যপদ কাটছাঁটের সিদ্ধান্তের সঙ্গে সরাসর























