
শাপলা কলিতেই রাজি এনসিপি
প্রতীক হিসেবে শাপলা কলিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

প্রতীক হিসেবে শাপলা কলিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

এনসিপি শাপলাই চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। তিনি বলেন, এনসিপি শাপলাই চায়। আমরা যখন শাপলা চেয়েছি, তখন নির্বাচন কমিশন বলেছে— তালিকায় নাই তাই, দেওয়া যাবে না। এখন তারা ‘শাপলা কলি’ কীভাবে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করেছে, তা স্পষ্ট করতে হবে।

সারজিস আলম বলেছেন, ‘শাপলা প্রতীক আমরা অবশ্যই পাবো। নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের শাপলা প্রতীক না দেয়ার কোনো আইনগত কারণ দেখাতে পারেনি। শাপলা আমাদের ন্যায্য দাবি, আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব।’

প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি ও নির্বাচন কমিশন। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল এনসিপির অবস্থান-তারা শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না। ইসির বেঁধে দেওয়া প্রতীক পছন্দের শেষ দিনেও দলটি প্রতীকের বিষয়ে তাদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে।





কমিশনের তালিকায় নেই


