
কুলাউড়ায় পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে কুলাউড়া-বড়লেখা মহাসড়কের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে কুলাউড়া-বড়লেখা মহাসড়কের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনুমানিক রাত ১০টার দিকে পৌর শহরের স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখের মূল সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেল ব্যবসায়ী সাইফুর রহমান ফুল মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের নিঝুম পল্লি আশ্রয়গ্রামের ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। উপজেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে পাঠাগারটির অবস্থান। শুধু একটি গ্রাম নয়, আশপাশের কয়েকটি গ্রামও জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে।

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামবচন গোয়ালা (৪০) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন কুলাউড়া থানায় জিডি করেন স্বজনরা। এরপর ২৮ সেপ্টেম্বর সকালে জুড়ীর কাপনাপাহাড় চা-বাগান এলাকায় রক্তের দাগ ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।


মৌলভীবাজারের কুলাউড়ায় জি কে গউছ







মৌলভীবাজার-২ (কুলাউড়া)




